'তুখোড় প্রাণমুখর আবার ২৫ বছর পরে' এই শ্লোগানে পালিত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২১তম ব্যাচের রজতজয়ন্তী উৎসব।
শুক্রবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সামনে অমর একুশের পাদদেশে প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম এ পুনর্মিলনী উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মনজুরুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পুনর্মিলনীর আহ্বায়ক ২১তম ব্যাচের মীর মেহেদী হাসান টিটু।
উদ্বোধনী অনুষ্ঠানের পর একটি বর্ণাঢ্য র্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। দিনব্যাপী আয়োজিত আনন্দ আড্ডা, স্মৃতিচারণ ও সন্ধ্যায় সেলিম আল দীন মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিডি প্রতিদিন/১৫ ডিসেম্বর, ২০১৭/ফারজানা