জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ ২০১৮ নির্বাচনে সভাপতি পদে ম্যনেজমেন্ট স্টাডিস বিভাগের অধ্যাপক ড. এ কে এম মনিরুজ্জান এবং সাধারণ সম্পাদক পদে প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ভোট গননা শেষে প্রধান নির্বাচন কমিশনার জহির উদ্দীন আরিফ এ তথ্য জানান।
এর আগে সকাল ১০ টা থেকে ২ টা পর্যন্ত চলা এ নির্বাচনে ৬২৪ জন ভোটারের মধ্যে ৪৬৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন।নির্বাচনে ২৩২ ভোট পেয়ে সভাপতি পদে মনিরুজ্জামান নির্বাচিত হয়। ২৫৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে আব্দুল বাকী নির্বাচিত হয়।
এছাড়া সহ সভাপতি পদে ড. মোহাম্মদ সৈয়দ আলম, কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ শফিকুল ইসলাম,যুগ্ম সাধারণ সমাপাদক পদে ড. আবদুস সামাদ নির্বাচিত হয়।
সদস্য পদে ইমরান হোসেন, আসাদুজ্জামান, দ্বীন ইসলাম, বিভাস কুমার সরকার, জাকির হোসেন, বিদুৎ কুমার বালা, শিল্পী রানী, হোসনে আরা বেগম, লীমা হক ও ড. শামীমা বেগম নির্বাচিত হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন