সাত মাস স্থগিত থাকার পর এবার বিলুপ্ত ঘোষণা করা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের কমিটি। আজ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন স্বাক্ষরিত এক বিবৃতিতে কমিটি বিলুপ্ত ঘোষণার কথা জানানো হয়।
ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেন, সংগঠনের গতিশীলতা আনতে ও নতুনদের হাতে নেতৃত্ব তুলে দিতে চবি শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। নতুন কমিটি যত দ্রুত সম্ভব ঘোষণা করা হবে।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে অন্তঃকোন্দল, আধিপত্য বিস্তার এবং টেন্ডারকে কেন্দ্র করে সংঘাতে জড়িয়ে পড়ছে ছাত্রলীগ। সংঘাতের জের গত ৪ মে চবি ছাত্রলীগের কমিটি স্থগিত করেছিল কেন্দ্রীয় ছাত্রলীগ।
বিডি প্রতিদিন/এ মজুমদার