নানা আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশ ছাত্রমৈত্রীর ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রমৈত্রী। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলপ্রদীপ প্রজ্বলন, জাতীয় সংগীত পরিবেশনা, র্যালীসহ বিভিন্ন কর্মসূচি পালন করে তারা।
দলীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ ছাত্রমৈত্রী ১৯৮০ সালের এই দিনে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে তারা। আজ প্রথম প্রহরের বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রমৈত্রীর আহবায়ক মোশেদ হাবিরের নেতৃত্বে মঙ্গলপ্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে কর্মসূচি শুরু হয়। এরপর দলের ১৩ জন শহীদের স্মরণে শহীদ মিনারে ১ মিনিট নিরাবতা পালন করা হয়। নিরবতা পালন শেষে জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে প্রথম প্রহরের কর্মসূচি শেষ হয়। এরপর সকাল সাড়ে ১১টায় দলীয় টেন্ট থেকে একটি র্যালী বের হয়। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রমৈত্রীর যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান যুবায়েরের নেতৃত্বে র্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পূণরায় দলীয় টেন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিতি হয়।
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান যুবায়ের ও যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ বক্তব্য রাখেন। এসময় আকতার হোসেন আজাদ, শামিমুল ইসলাম সুমন, সবুজ আহমেদ, আরিফ, মোতাসিম বিল্লাহ পাপ্পুসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার