ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষার 'ডি' ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় পাশের হার শতকরা ৪৫ শতাংশ।
মঙ্গলবার সন্ধ্যা ৭টায় উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর রশিদ আসকারীর নিকট আনুষ্ঠানিকভাবে এ ফলাফল হস্তান্তর করা হয়। এসময় সহ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, ইউনিট সমন্বয়কারী ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি ডিন অধ্যাপক ড. শামসুল আলম, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সভাপতি অধ্যাপক ড. আতিকুর রহমান, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি বিভাগের সভাপতি অধ্যাপক ড. এস. এম. মোস্তফা কামাল, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. আবুল কাশেম তালুকদার এবং সহযোগী অধ্যাপক ড. হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
'ডি' ইউনিটে ২৫০টি আসনের বিপরীতে ১৬ হাজার ৭ শত দুইজন আবেদন করে। এর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন ১২৪৬১ জন। পরীক্ষায় শতকরা ৪৫ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়।
উল্লেখ্য, ভর্তি পরীক্ষার ফলাফল সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd) থেকে পাওয়া যাবে।
বিডি প্রতিদিন/০৫ ডিসেম্বর ২০১৭/আরাফাত