ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষ অনার্স (স্নাতক) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। ফলাফলে পাশের হার শতকরা ২৩ শতাংশ। আজ বিকাল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারীর নিকট আনুষ্ঠানিকভাবে এ ফল হস্তান্তর করেন ‘এ’ ইউনিটের সমন্বয়কারী ও ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল বারাকাত মো. ফারুক।
এসময় উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সেলিম তোহা, আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. লোকমান হোসেন, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম নূরী, আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ আশরাফুল আলম প্রমুখ।
ইউনিট সমস্বয়কারী সূত্রে জানা যায়, ‘এ’ ইউনিটে মোট ২৪০ টি আসনের বিপরীতে আবেদন করে ২ হাজার ৮৫ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে ১ হাজার ৮ শত ২২ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪২২ জন।
উল্লেখ্য, ভর্তি পরীক্ষার ফলাফল সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iu.ac.bd থেকে পাওয়া যাবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার