নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভর্তি ফি কমানোর দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা কক্ষে তালা ঝুলিয়ে দেয়ায় আজ ভর্তি কার্যক্রম বন্ধ হয়ে যায়।
শিক্ষার্থীরা জানান, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে শিক্ষার্থী প্রতি ২৫ হাজার টাকা ভর্তি ফি আদায় করা হচ্ছে যা দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় অনেক বেশি। তারা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত বছরের তুলনায় ৫ হাজার টাকা বেশি ফি আদায় করছে। ভর্তি হতে আসা শিক্ষার্থীদের অবিভাবকরা শিক্ষার্থীদের কর্মসূচির সাথে একাত্বতা ঘোষণা করেছেন।
ভর্তি ফি ৫ হাজার টাকায় কমিয়ে আনা, আবাসন ব্যবস্থা নিশ্চিত করা ও হলে খাদ্য ভর্তুকি নিশ্চিত এবং শিক্ষার্থীদের যেকোন সিদ্ধান্ত গ্রহণের আগে ছাত্র প্রতিনিধিদের সাথে আলোচনাসহ ৮ দফা দাবি জানান শিক্ষার্থীরা।
বিডি প্রতিদিন/এ মজুমদার