মেডিকেল এডুকেশন বোর্ড গঠন, সরকারি চাকরিতে মেডিকেল টেকনোলজিস্টদের ১০ম গ্রেড প্রদানসহ ১০ দফা দাবিতে মিছিল এবং সমাবেশ করেছে বরিশাল ইনস্টিটিউট এন্ড হেলথ টেকনোলজির (আইএইচটি) শিক্ষার্থীরা। সোমবার সকালে শেরে-ই বাংলা মেডিকেল কলেজ চত্ত্বরের আইএইচটি ক্যাম্পাস থেকে একটি বিশাল মিছিল বের হয়ে নগরীর বিভন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে আইএইচটি শিক্ষার্থী গোলাম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন জেলা বাসদের সংগঠক ডা. মনিষা চক্রবর্তী, আইএইচটি শিক্ষার্থী শাহাদাত হোসেন, মো. শরীফ, মো. তানভীর এবং মো. নাসিম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ২০১৪ সালে ৩ ডিসেম্বর শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশের হামলায় ৫ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়। এসময় পুলিশ ১৪ জন শিক্ষার্থীকে আটক করে। পরবর্র্তীতে স্বাস্থ্যমন্ত্রী আইএইচটি শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করলেও গত তিন বছরে তাদের কোন দাবী মেনে নেয়া হয়নি। তাই স্বাস্থ্যমন্ত্রী ঘোষিত সুপারিশের দ্রুত বাস্তবায়নের দাবী জানান শিক্ষর্থীরা।
শিক্ষার্থীদের কর্মসূচীকে কেন্দ্র করে যে কোন অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবেলায় সদর রোডে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।
বিডি প্রতিদিন/৪ ডিসেম্বর ২০১৭/হিমেল