ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের অনার্স (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘এফ’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। পাশের হার ৬.১১ শতাংশ। শনিবার সকাল ৯ টায় উপাচার্যের কার্যালয়ে ইউনিট সমন্বয়ক ও গনিত বিভাগের সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান ‘এফ’ ইউনিটের পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারীর নিকট ফলাফল হস্তান্তর করা হয়।
এসয়ম সেখানে উপস্থিত ছিলেন উপ উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, রেজিষ্ট্রার এস এম আব্দুল লতিফ, ইউনিটের সদস্য সহকারী অধ্যাপক ড. আনিছুর রহমান ও সহকারি অধ্যাপক মতিয়ার রহমান মোল্লা।
এবছর ‘এফ’ ইউনিটে মোট পরীক্ষার্থী ছিলো ৩ হাজার ৩ শত ৭৪ জন। পরীক্ষায় উপস্থিতির সংখ্যা ছিল ২৮৬৩ জন। পরীক্ষায় উপস্থিতির হার ৭৬ শতাংশ। এর মধ্যে পাশের হার শতকরা ৬.১১ ভাগ। এই ইউনিটে ১০০ আসনের বিপরীতে পাশ করেছে ১৭৫ জন ভর্তিচ্ছু। শুক্রবার সকাল নয়টা থেকে সকাল দশটা পর্যন্ত একটি শিফটে ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফলাফল গনিত বিভাগের নোটিশ বোর্ডে দেয়া হয়েছে। এছাড়া ফলাফল বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.iu.ac.bd এ পাওয়া যাবে।
বিডি প্রতিদিন/২ ডিসেম্বর ২০১৭/হিমেল