বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহকারি প্রক্টরের দায়িত্ব পেয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারি অধ্যাপক তাসনিম হুমাইদা। এর আগে এই পদে ছিলেন সহকারি প্রক্টর মীর তামান্না ছিদ্দিকা।
বিশ্ববিদ্যালয়ের শহীদ মুকতার এলাহী হলে নতুন দুই জনকে সহকারি প্রভোস্টের দায়িত্ব প্রদান করা হয়েছে। দায়িত্বপ্রাপ্তরা হলেন ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক মোস্তাফিজুর রহমান এবং গণিত বিভাগের সহকারি অধ্যাপক হান্নান মিয়া।
উপাচার্যের নির্দেশে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইব্রাহীম কবীর স্বাক্ষরিত পৃথক পৃথক অফিস আদেশে বৃহস্পতিবার এই নিয়োগ প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/১ ডিসেম্বর, ২০১৭/ফারজানা