ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষ অনার্স (স্নাতক) প্রথম বর্ষে ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত এ পরীক্ষা চলছে।
‘এফ’ ইউনিটের মোট ভর্তিচ্ছু ছিলেন ৩ হাজার ৭ শত ৭৪ জন। পরীক্ষায় ৮০ শতাংশের বেশি অংশ গ্রহণ করে। এছাড়া আজ ২য় ও ৪র্থ শিফ্টে একই অনুষদ ভুক্ত ‘ই’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবছর ৮টি ইউনিটের অধীনে ৩৩টি বিভাগে মোট ২২৭৫টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৮৭ হাজার ৩ শত ৬৮টি।
ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে অত্যাধুনিক মেটাল ডিটেকটর, সার্চ ডিটেকটর ডিভাইস ব্যবহার করা হচ্ছে এবং আইন শৃংখলা বাহিনী তৎপর রয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালত সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।
ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iu.ac.bd থেকে পাওয়া যাবে।
বিডি প্রতিদিন/০১ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম