ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির এবারের নির্বাচনে শুধুমাত্র আওয়ামী লীগ ও বিএনপি-জামায়াত সমর্থকদের প্যানেল নীল দল ও সাদা দলের শিক্ষকরা অংশ নিচ্ছেন। গতবার নির্বাচনে অংশ নিলেও বাম সমর্থক শিক্ষকদের প্যানেল গোলাপী দল এবার মনোনয়নপত্র তুললেও জমা দেয়নি। ।
আগামী ১১ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির এই নির্বাচন অনুষ্ঠিত হবে। ঢাবি শিক্ষক সমিতির অনুষ্ঠেয় এই নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল সোমবার। নির্বাচনে প্রায় দুই হাজার ভোটার ভোট দিবেন বলে জানা গেছে।
আওয়ামী লীগ সমর্থক নীল দল থেকে সভাপতি পদে নির্বাচন করবেন শিক্ষক সমিতির বর্তমান সভাপতি অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, সাধারণ সম্পাদক প্রার্থী ব্যবসায় অনুষদের ডিন ও সাবেক সহ-সভাপতি অধ্যপক শিবলী রুবাইয়াতুল ইসলাম।
বিএনপি-জামায়াত সমর্থক শিক্ষকদের সাদা দলের সভাপতি প্রার্থী পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম ও সাধারণ সম্পাদক প্রার্থী পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. লুৎফর রহমান।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর