রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বর্ণবাদবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ইসমাইল হোসেন সিরাজী ভবনের ১২১ নম্বর কক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করে বিতর্ক সংগঠন গ্রুপ অব লিবারেল ডিবেটারস্ গোল্ড বাংলাদেশ। এর আগে একটি র্যালি ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
প্রতিযোগিতায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা অংশগ্রহণ করেন। বিতর্কের বিষয় ছিল ‘বাংলাদেশে বর্ণবাদ ও শ্রেণীবৈষম্য দূরীকরণের মাধ্যমেই সামাজিক স্থিতিশীলতা আনয়ন সম্ভব।’ স্পিকারের দায়িত্ব পালন করেন গোল্ড বাংলাদেশ’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম। প্রতিযোগিতায় সহযোগিতা করেন গ্লোবাল প্লাটফর্ম বাংলাদেশ।
বর্ণবাদবিরোধী বিতর্ক প্রতিযোগিতার কো-অর্ডিনেটর আব্দুল কুদ্দুস বলেন- বর্ণবাদ, সাম্প্রদায়িকতা ও শ্রেণীবৈষম্য দূরীকরণের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিতর্ক একটি অন্যতম উপায়। সে লক্ষ্যে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আর বিতর্কের মধ্য দিয়ে জনসাধারণ সচেতন হবে।
এসময় উপস্থিত ছিলেন ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ মো. আব্দুল্লাহ্ আল মামনু চৌধুরী এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মামুন আ.কাইয়ুম, গোল্ড বাংলাদেশে’র সভাপতি সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান শান্তসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থী।
বিডি প্রতিদিন/২৮ নভেম্বর ২০১৭/এনায়েত করিম