রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতায় আইন বিভাগকে হারিয়ে সমাজকর্ম বিভাগ চ্যাম্পিয়ন হয়েছে। এদিকে হ্যান্ডবল প্রতিযোগিতায় মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ। খেলা দুটি মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে পুরস্কার প্রদান করেন রাবি উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা।
আন্তঃবিভাগ গেমস সাব-কমিটির সভাপতি সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তা প্রফেসর মো. ফয়জার রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মো. আছাদুজ্জামান স্বাগত বক্তৃতা করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আইন, সমাজকর্ম, ম্যানেজমেন্ট স্টাডিজ এবং মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের সভাপতিগণও বক্তৃতা করেন।
সাব-কমিটির সদস্য-সচিব ও শরীরচর্চা শিক্ষা বিভাগের সহকারী পরিচালক মো. ওয়াহেদুনবী ও সহকারী পরিচালক রুনা লায়লা খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সঞ্চালনা করেন।
ভলিবল প্রতিযোগিতায় ২৯টি দল ও হ্যান্ডবল প্রতিযোগিতায় ১৮টি দল অংশ নেয়।
বিডি প্রতিদিন/২৮ নভেম্বর ২০১৭/এনায়েত করিম