বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০টি বিভাগের ছাত্র উপদেষ্টাদের সাথে মতবিনিময় সভা করেছেন ভিসি প্রফেসর ড. এস এম ইমামুল হক।
মঙ্গলবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শ্রেণিকক্ষে মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়। ছাত্র নির্দেশনা ও পরামর্শ কেন্দ্রের পরিচালক জীব বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. হাসিনুর রহমান এতে সভাপতিত্ব করেন।
উপাচার্য বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের পর্যায়ে নিতে শিক্ষার্থীদের শুধু একাডেমিক কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ না রাখলে চলবে না। তাদের সহশিক্ষামূলক কার্যক্রমেও অংশগ্রহণ বাড়াতে হবে। এক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদেরকে বিভিন্ন গ্রুপের আওতায় নিয়ে গ্রুপ স্টাডির উপর জোর দিতে হবে। শিক্ষার্থীরা যাতে ভালো মানুষ হয়ে উঠতে পারে সে বিষয়ে ছাত্র উপদেষ্টাদের খেয়াল রাখতে হবে।
বিডি প্রতিদিন/২৮ নভেম্বর, ২০১৭/ফারজানা