বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) এক হল কর্মচারীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে ক্যাম্পাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত কামাল হোসেন বরিশাল জেলার বাসিন্দা। তিনি বিশ্ববিদ্যালয়ের আব্দুস সামাদ আজাদ হলে বাবুর্চির কাজ করতেন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, কামাল ডিস এন্টেনা লাইন মেরামত করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। পরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শাহপরান থানা ও দমকল বাহিনীকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করেন।
সুরতহাল প্রতিবেদন শেষে কামালেন মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল মুন্সি।
বিডি প্রতিদিন/ ১৩ ডিসেম্বর ২০১৬/ এনায়েত করিম