আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে কলেজের ডা. মিলন ছাত্রাবাসে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে আহতদের মধ্যে দু'জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন, ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি মাহফুজুল হক তালুকদার রাকিব ও তৃতীয় বর্ষের শিক্ষার্থী রাসেল। তাৎক্ষণিকভাবে অপর আহতদের নাম জানাতে পারেনি পুলিশ।
এদিকে সংঘর্ষের সময় সাধারণ শিক্ষার্থীদের ছাত্রাবাসের একটি কক্ষে অবরুদ্ধ করে রাখা হয় বলে জানা গেছে। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। বর্তমানে ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডি প্রতিদিন/১৩ ডিসেম্বর ২০১৬/হিমেল