শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে পরীক্ষা চলাকালীন কেন্দ্রসমূহে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
বুধবার এক সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদের পক্ষ থেকে একথা জানান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সেকেন্দার আলী।
সংবাদ সম্মেলনে অধ্যাপক ড. মো.সেকেন্দার আলী বলেন, এ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার গুণগত মান বজায় রাখতে এবং মেধা যাচাইয়ের স্বার্থে অত্যন্ত সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা গ্রহণ করতে তারা বদ্ধপরিকর। পরীক্ষার হলে কোনো পরীক্ষার্থী ইলেকক্ট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবে না এবং পরীক্ষার্থী কান কাপড় দিয়ে কোনোভাবেই ঢেকে রাখতে পারবে না। বিশ্ববিদ্যালয়ে সার্বক্ষণিক মোবাইল কোর্ট অবস্থান করবে এবং কোনো অনিয়ম হলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবে।
তিনি আরও বলেন, কোনো ধরনের ভোগান্তি ছাড়াই যাতে পরীক্ষার্থীরা হলে প্রবেশ করতে পারে এবং সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারে, সে জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সব ব্যবস্থা গ্রহণ করেছে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনার পরিচালক অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, অধ্যাপক হাছানুজ্জামনা আকন্দ, সহকারী প্রক্টর মো. রুহল আমিন, জনসংযোগ কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) মো. বশিরুল ইসলাম, শেকৃবি শাখার ছাত্রলীগের সভাপতি মো. নাজমুল হক ও সাধারণ সম্পাদক দেবাশীষ দাস।
প্রসঙ্গত, আগামী ৯ ডিসেম্বর শুক্রবার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর মোট ১৫টি কেন্দ্রে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিডি-প্রতিদিন/০৭ ডিসেম্বর, ২০১৬/মাহবুব