সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া আগামী ১৮ ডিসেম্বর থেকে শুরু হবে। বুধবার ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. এ এইচ এম বেলায়েত হোসেন এ তথ্য জানান। তাছাড়া বর্ধিত ভর্তি ফি-তে যারা আবেদন করেছেন তাদেরকে পোস্টাল মানি অর্ডারের মাধ্যমে অতিরিক্ত টাকা ফেরত দেয়া হবে বলে জানান তিনি।
তিনি জানান, মেধা তালিকা অনুযায়ী ১৮ ডিসেম্বর সকাল নয়টা থেকে ‘বি’ ইউনিট (গ্রুপ-১) এর ১-৭০০ পর্যন্ত, ১৯ ডিসেম্বর সকাল ৯টায় একই ইউনিটের গ্রুপ-১ এর ৭০১-১১৫৯ পর্যন্ত, দুপুর ২টায় গ্রুপ-২ এর ১-৩০ পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি করানো হবে। একই দিন বিকাল ৩টা থেকে ‘বি’ ইউনিটের অধীনে মেধাতালিকায় স্থান পাওয়া সব ধরনের কোটায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি করানো হবে।
অন্যদিকে ২০ ডিসেম্বর সকাল ৯টায় ‘এ’ ইউনিটে বিজ্ঞান বিভাগে মেধা তালিকায় ১-২২৪ ও ১১টায় মানবিকের মেধা তালিকায় ১-৩১০ এবং দুপুর ২টায় বাণিজ্যের মেধা তালিকার ১-৮৪ শিক্ষার্থীদের ভর্তি করানো হবে। একই দিন বিকাল ৪টায় ‘এ’ ইউনিটের অধীনে সব ধরনের কোটায় মেধাতালিকায় স্থান পাওয়া উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি করানো হবে।
বিডি-প্রতিদিন/ ০৭ ডিসেম্বর, ২০১৬/ আফরোজ