ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের অনার্স (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে।
রবিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় এ ইউনিটের পক্ষ থেকে ভিসি প্রফেসর হারুন-উর-রশিদ আসকারীর নিকট ফলাফল হস্তান্তর করা হয়।
এবছর ‘এ’ ইউনিটে মোট পরীক্ষার্থী ছিলো ১৯৬০ জন। পরীক্ষায় উপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ১৪৭০ জন এবং অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৪৯০ জন। এর মধ্যে পাশের হার শতকরা ৯৫.২৩ ভাগ। এ ইউনিটে মেধা তালিকায় ২৪০জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
এ ইউনিটের ফলাফল ধর্মতত্ত্ব অনুষদের ডিন অফিসের নোটিশ বোর্ডে টাঙিয়ে দেয়া হয়েছে।
রবিবার সকাল সাড়ে নয়টা থেকে সকাল সাড়ে দশটা পর্যন্ত একটি শিফটে ধর্মতত্ত্ব অনুষদভুক্ত এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এছাড়া এই ফলাফল বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.iu.ac.bd এ পাওয়া যাবে।