ছাত্রলীগ কেন্দ্রীয় সহ-সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীকে ‘হত্যা’র প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে ছাত্রলীগের একপক্ষের ডাকা অবরোধের সময় ভাঙচুরে ক্ষতিগ্রস্ত ডেমু ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
ফলে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার ডেমু ট্রেনটি শহর থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে ছেড়ে যায়নি। মেরামত না করা পর্যন্ত এটি চালানো হবে না বলে জানা যায়।
ষোলশহর স্টেশন মাস্টার শাহাব উদ্দিন বলেন, ছাত্রলীগের অবরোধের সময় ফতেয়াবাদ এলাকায় হামলায় ট্রেনটি ভাঙচুর করা হয়। পরে এটি আর মেরামত করা হয়নি। তাই চালানো সম্ভব হবে না। কখন চলাচল করবে তাও আমাদের জানা নেই।
বিডি-প্রতিদিন/ ০১ ডিসেম্বর ২০১৬/ সালাহ উদ্দীন