রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক আক্তার জাহান জলির আত্মহত্যার ঘটনায় সহকর্মী আতিকুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া আরেক শিক্ষক জলির সাবেক স্বামী তানভীর আহমেদের বিরুদ্ধে আনিত অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার রাতে রাবি উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের ৪৬৯তম সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের একজন সদস্য বাংলাদেশ প্রতিদিনকে জানান, রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক আক্তার জাহান জলির আত্মহত্যার প্ররোচনায় দায়ের করা মামলায় তার সহকর্মী আতিকুর রহমান রাজাকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ। বিশ্ববিদ্যালয়ের আইনানুযায়ী কোন শিক্ষক গ্রেফতার হলে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। নিয়মানুসারে আতিকুর রহমান রাজাকে সাময়িক বরখাস্ত করেছে সিন্ডিকেট।
তিনি আরো জানান, জলির সাবেক স্বামী তানভীর আহমেদের বিরুদ্ধে প্রশাসনের কাছে বিভিন্ন অভিযোগ রয়েছে।
এই অভিযোগ তদন্তে পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মো. সুলতান-উল-ইসলামকে প্রধান এবং সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক তানজিমা জোহরা হাবিব ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মহা: নাসিম রেজাকে সদস্য করে কমিটি গঠন করা হয়েছে।
গত ৪ নভেম্বর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আকতার জাহান জলির আত্মহত্যার প্ররোচনা মামলায় তার সহকর্মী আতিকুর রহমানকে গ্রেফতার করে পুলিশ।
বিদি-প্রতিদিন/২৯ নভেম্বর, ২০১৬/তাফসীর-১