চীনের কনফুসিয়াস ইনস্টিটিউট ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা সহযোগিতা বিনিময়ের সূচনা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সভা কক্ষে এ শিক্ষা সহযোগিতা সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইসলামিক ইনস্টিটিউট অব এডুকেশন এন্ড রিচাস সেন্টারের (আইআইইআর) আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন এর পরিচালক অধ্যাপক ড. মেহের আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারি। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা পরিচালক ড. জউ মিং ডং এবং কনফুসিয়াস ইন্সটিটিউটের দোভাষী আহমেদ মুগনী।
প্রধান অতিথি অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ে পরিণত করার লক্ষ্যে চীনের কনফুসিয়াস ইনস্টিটিউট যে শিক্ষা সহযোগিতার উদ্যোগ নিয়েছে তা ইতিবাচক। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা চীনা ভাষা শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে উপকৃত হবে।
অনুষ্ঠান শেষে উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারি আইআইইআরের পক্ষ থেকে অতিথিদের সম্মাননা প্রদান করেন এবং অতিথিরাও উপাচার্যকে চীনের বিভিন্ন ঐতিহ্যবাহী দ্রব্য উপহার হিসেবে প্রদান করেন।
এর আগে কনফুসিয়াস ইন্সটিটিউটের প্রতিনিধিদ্বয় ইসলামিক ইনস্টিটিউট অব এডুকেশন এন্ড রিচাস সেন্টার ও ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করেন। উল্লেখ্য, ১৫৭টি দেশে কনফুসিয়াস ইন্সটিটিউট-এর কার্যক্রম চালু আছে। বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এর কার্যক্রম চালু রয়েছে।
বিডি প্রতিদিন/২৯ নভেম্বর, ২০১৬/ফারজানা