রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষকদের চেম্বারে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের প্রচার পত্র পাওয়া গেছে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রায় প্রত্যেক শিক্ষকের চেম্বারে এ প্রচারপত্র দেখা যায়। তবে কে বা কারা কখন এ প্রচারপত্র দিয়ে যায় তা জানা যায় নি।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সোমবার বিভিন্ন সময় শিক্ষকরা চেম্বার খোলার সময় একটি সাদা খাম দেখতে পায়। খামের উপরে পত্রের প্রেরকের নাম লেখা রয়েছে, ‘বাংলাদেশ রাষ্ট্রের ভিত্তি কি হবে: তথাকথিত মুক্তিযুদ্ধের চেতনার নামে ধর্ম নিরপেক্ষতাবাদ নাকি ইসলাম?’- শিরোনামের প্রচার পত্রটিতে সংগঠনটির মিডিয়া অফিসের সাথে যোগাযোগের জন্য মোবাইল নম্বর ও ইমেইল নম্বর রয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্ট্রর অধ্যাপক মজিবুল হক আজাদ খান বলেন, ‘আমার চেম্বারসহ বিশ্ববিদ্যালয়ের প্রায় প্রত্যেকটি শিক্ষকের চেম্বরেই এমন একটি চিঠি দেওয়া হয়েছে। এসব চিঠিগুলো সোমবার সকাল ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে বিলি করতে পারে। এ বিষয়ে পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পুলিশই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন।
এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, ‘আমি এখনো বিষয়টি জানি না।’
বিডি-প্রতিদিন/ ২৮ নভেম্বর ২০১৬/ সালাহ উদ্দীন