ইসলামী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সহকারী অধ্যাপক মো. নূরুল ইসলাম। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.আবদুল হাকিম সরকার তাকে এ পদে নিয়োগ দিয়েছেন বলে রেজিস্ট্রার এম এম আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
রেজিস্ট্রার অফিস সূত্রে জানা গেছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগের চেয়ারম্যান আসাদুজ্জামানের মেয়াদ শেষ হওয়ায় নতুন চেয়ারম্যান হিসেবে নূরুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী তিন বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন। নূরুল ইসলাম গণিত বিভাগের ৫ম সভাপতি।
নতুন চেয়ারম্যান নূরুল ইসলাম বলেন, গণিত বিভাগকে আরও আধুনিকায়ন করতে আমি সর্বাত্মক চেষ্টা করবো। সততা, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে আমি যাতে দায়িত্ব পালন করতে পারি সে জন্য সকলের সহযোগিতা কামনা করছি। তিনি আরও বলেন, সকলের সার্বিক সহযোগিতা ও পরামর্শ পেলে অচিরেই এই বিভাগটিকে একটি মডেল বিভাগে রূপান্তরিত করতে পারবো।
নূরুল ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে ২০০৩ সালে অনার্স ও ২০০৪ সালে মাস্টার্স সম্পন্ন করে ২০১০ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন।
বিডি-প্রতিদিন/ ১৬ মার্চ, ২০১৬/ রশিদা