ছাত্রলীগের আল্টিমেটামের ২৪ ঘণ্টার মধ্যে বদলি করা হয়েছে সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন চৌধুরী ও ওসি তদন্ত মনিরুল ইসলামকে। গত বুধবার রাতে নিজামকে মহানগর গোয়েন্দা পুলিশে ও মনিরুলকে নগর বিশেষ শাখায় বদলি করা হয়েছে।
জানা যায়, গত সোমবার এমসি কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে দুইজন গুলিবিদ্ধ হন। এ ঘটনায় রুবেল আহমদ নামের ছাত্রলীগের এক কর্মী বাদি হয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম. রায়হান চৌধুরীসহ ১৭ জনের নাম উল্লেখ করে শাহপরাণ থানায় একটি মামলা দায়ের করেন। এর প্রতিবাদে গত মঙ্গলবার রাতে রায়হান অনুসারী নেতাকর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে এবং মামলা প্রত্যাহার ও শাহপরাণ থানার দুই ওসির অপসারণে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেয়। ওই আল্টিমেটামের ২৪ ঘণ্টার মধ্যে গত বুধবার রাতে দুই ওসিকে বদলি করা হয়।
তবে দুই ওসির বদলিকে ‘রুটিন ওয়ার্ক’ হিসেবেই দাবি করছে সিলেট মহানগর পুলিশ। মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার রহমত উল্লাহ জানান, কোন আল্টিমেটাম বা শাস্তিমূলক বদলি নয়। দুই ওসিকে পুলিশের ‘রুটিন ওয়ার্ক’ অনুযায়ী বদলি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১০ মার্চ, ২০১৬/মাহবুব