চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) তৃতীয় সমাবর্তন আগামী ১৪ মার্চ সোমবার কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে। সমাবর্তনে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ও চুয়েটের চ্যান্সেলর অ্যাড. মো. আবদুল হামিদ। এবার ১ হাজার ৬০৩ জনকে ডিগ্রি দেওয়া হবে।
ডিগ্রিধারীদের মধ্যে স্নাতকে ১ হাজার ৫৬৪ জন, মাস্টার্সে ৩২ জন, পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা চারজন, পিএইচডি তিনজন এবং গোল্ড মেডেল পাবেন চারজন। সমাবর্তনে এবারই প্রথম পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগ থেকে প্রকৌশল ডিগ্রি দেওয়া হবে।
বিডি-প্রতিদিন/১০ মার্চ ২০১৬/ এস আহমেদ