রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সঙ্গীতবিষয়ক তিন দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার ও সম্মেলন আগামী ১৬ মার্চ বুধবার থেকে শুরু হচ্ছে। সকাল ১০টায় সেমিনার ও সম্মেলনের উদ্বোধন করবেন ভারতের কিংবদন্তী সঙ্গীতাচার্য্য অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়। এতে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
আজ বৃহস্পতিবার সঙ্গীত বিভাগ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। বিভাগের সভাপতি ড. অসিত রায় লিখিত বক্তব্যে বলেন, রাবি উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান, রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার অভিজিত চট্টোপাধ্যায় ও রাজশাহী বিভাগীয় কমিশনার হেলাল উদ্দিন।
তিনি আরও জানান, সম্মেলনের তিন দিনে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের অধ্যাপক কেন্ট উলফ, রাবির সঙ্গীত বিভাগের সহযোগী অধ্যাপক কৃষ্ণপদ মণ্ডল এবং ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের অধ্যাপক ঋত্বিক সান্যাল প্রবন্ধ উপস্থাপন করবেন। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন বাংলাদেশ, ভারত ও যুক্তরাষ্ট্রের প্রখ্যাত সঙ্গীত শিল্পীরা।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সঙ্গীত বিভাগের সহযোগী অধ্যাপক কৃষ্ণপদ মণ্ডল, সহকারী অধ্যাপক ড. দীন বন্ধু পাল, শায়লা তাসনিম, সলোক হোসেন, প্রভাষক পারমিতা হক প্রমুখ।
বিডি-প্রতিদিন/১০ মার্চ ২০১৬/শরীফ