যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীর ফাঁসির রায় বহালের প্রতিবাদে দেশব্যাপী জামাতের ডাকা হরতালেও ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা স্বাভাবিক নিয়মে চলছে। আজকের হরতালে সম্পূর্ণ প্রভাবমুক্ত রয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও আশপাশের এলাকা।
শিক্ষক-শিক্ষার্থী বহনকারী ক্যাম্পাসের বাসগুলোও চলছে স্বাভাবিক নিয়মেই। ক্যাম্পাস ঘুরে দেখা গেছে অধিকাংশ বিভাগেই যথাসময়ে ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পাসে হরতালের পক্ষ-বিপক্ষে কোনো প্রকার তৎপরতা লক্ষ করা যায়নি। তবে অন্যান্য দিনের তুলনায় ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি একটু কম ছিল।
এদিকে, একাডেমিক ও প্রশাসনিক কাজে ব্যস্ত সময় পার করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা ।
বিডি-প্রতিদিন/ ০৯ মার্চ, ২০১৬/ রশিদা