"অধিকার, মর্যাদায় নারী-পুরুষ সমানে সমান" এই স্লোগানকে সামনে রেখে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ও কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ, সিলেট জেলা শাখা যৌথভাবে আন্তর্জাতিক নারী দিবস-২০১৬ উদযাপন করেছে।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় চত্বরে ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স অনুষদ ভবনের সামনে "প্রজন্ম মঞ্চ" থেকে একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। র্যালিতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা স্বত:স্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
র্যালি শেষে বাংলাদেশের সকল সফল, সংগ্রামী, বীরাঙ্গনা নারীদের স্মরণ করে ও স্বাধীনতা যুদ্ধে নিহত ও আহত বীর নারীদেরকে সম্মান জানিয়ে নারী দিবসের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের ছাত্রী ময়ংমম মেমিতা, ডেপুটি রেজিস্ট্রার ফাতেহা শিরিন, যৌন নিপীড়ন অভিযোগ সংক্রান্ত প্রতিরোধ কমিটির আহবায়ক ডেয়রী সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক জনাব অনজুমান আরা, কৃষি প্রকৌশল ও কারিগরী অনুষদের সহযোগী অধ্যাপক ড. সানজিদা রিতু, কৃষি অনুষদের প্রফেসর ড. মোহাম্মদ নূর হোসেন মিয়া, ড. এ এফ এম সাইফুল ইসলাম, ড. মো. আবুল কাশেম।
এছাড়া, কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, সিলেট জেলার পক্ষে নারীদের মর্যাদা বিষয়ে বক্তব্য প্রদান করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নুরুল ইসলাম, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. আব্দুল বাসেত এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর, এর পরিচালক ও কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, সিলেট এর সভাপতি প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার।
নারী দিবস ২০১৬ এর র্যালি, আলোচনা সভা ও সার্বিক অনুষ্ঠানটির পরিচালনা ও সঞ্চালনায় ছিলেন সিকৃবির সহযোগী অধ্যাপক ডা. নাসরিন সুলতানা লাকী, সহকারী অধ্যাপক মোছা. রুবাইয়াত্ নাজনীন আখন্দ ও প্রভাষক ফাহমিদা হক।
বিডি-প্রতিদিন/০৮ মার্চ, ২০১৬/মাহবুব