৩৭তম বিসিএস (মৎস্য) ক্যাডারে উপসহকারী পরিচালক পদে মৎস্য বিজ্ঞানের সাথে প্রাণিবিদ্যা সংযুক্তি করায় 'বাংলাদেশ ফিশারিজ স্টুডেন্টস এসোসিয়েশনের' ব্যানারে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে মৎস্য বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা।
মঙ্গলবার বিকাল ৩ টার দিকে হাবিপ্রবি'র ড. এম এ ওয়াজেদ ভবনের সামনে এ মানববন্ধন করে শিক্ষার্থীরা।
মানবন্ধন চলকালে বক্তব্য রাখেন অনুষদের লেভেল ৪ সেমিস্টার ২ এর শিক্ষার্থী রবিউল ইসলাম ও মুহিউদ্দিন নুর।
মৎস্য ক্যাডারের উপসহকারী পরিচালক পদ থেকে প্রাণিবিদ্যা বাদ না দিলে সকল বিশ্ববিদ্যালয়য়ের মৎস্যবিদরা কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান তারা।
উল্লেখ্য, ২৯ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের প্রজ্ঞাপনে মৎস্য ক্যাডারের উপসহকারী পরিচালক পদে ৬৪টি পদে নিয়োগ দেয়ার কথা উল্লেখ করে বাংলাদেশ সরকারি কর্মকমিশন। তবে ওই কারিগরি পদটিতে প্রথমবারের মতো মৎস্যবিজ্ঞান অনুষদের গ্র্যাজুয়েটদের পাশাপাশি প্রাণিবিদ্যার গ্র্যাজুয়েটদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৮ মার্চ ১৬/ সালাহ উদ্দীন