মাথায় হলুদ ক্যাপ, গায়ে হলুদ উত্তরীয়। মেয়েদের পরনে হলুদ শাড়ি। সবুজ আঙ্গিনাটা হয়ে উঠে হলুদ। একজন আরেকজনকে জড়িয়ে ধরছেন। যারপরনাই আবেগতাড়িত সকলে।
চট্টগ্রাম কলেজে বর্ণিল বাংলা উৎসবে একে অন্যের মধ্যে একাকার হয়ে যান। রাঙিয়ে তুলেন ক্যাম্পাস। পুরোনো বন্ধুদের ফিরে পেয়ে উল্লাস-আনন্দে আত্মহারা প্রবীণরা। আড্ডা, খুনসুটি, হাসি আর না বলা কষ্টের মাঝে হারিয়ে যান।
চট্টগ্রামের ঐতিহ্যবাহী ‘চট্টগ্রাম কলেজে’র বাংলা বিভাগের শিক্ষার্থীদের দ্বিতীয় পুনর্মিলনী ‘বাংলা উৎসব’।
শুক্রবার সকালে প্রশাসনিক ভবনের সামনে সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করেন সাবেক সতীর্থরা।
উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজের সাবেক অধ্যক্ষ শেখর দস্তিদার, নাট্যজন অভীক ওসমান, বর্তমান অধ্যক্ষ জেসমিন আকতার, উৎসবের সদস্য সচিব ও দৈনিক চট্টগ্রাম মঞ্চ সম্পাদক সৈয়দ উমর ফারুক। এরপর শোভাযাত্রা শেষে কলেজ অডিটোরিয়ামে শুরু হয় আলোচনা পর্ব।
আলোচনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শামসুল আলম, ড. মাহবুবুল হক, ড. শিপ্রা দস্তিদার, শেখর দস্তিদার, জেসমিন আকতার, ড. শিরিন আকতার, সৈয়দ উমর ফারুক প্রমুখ। দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে ছিল স্মৃতিচারণ, কবিতা পাঠ, গান, নৃত্যানুষ্ঠান।
বিডি-প্রতিদিন/ ০৪ মার্চ ১৬/ সালাহ উদ্দীন